Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেসলার গাড়ি কেনা যাবে বিটকয়েনে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৪ মার্চ ২০২১ ২২:০৪ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ২২:৪১

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার গাড়ি কেনা যাবে বিটকয়েনের বিনিময়ে। টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, বিটকয়েনে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করে টেসলা। সে সময়েই ঘোষণা দেওয়া হয় ভবিষ্যতে টেসলার গাড়িও কেনা যাবে এই ভার্চুয়াল মুদ্রায়। তারপর থেকেই বিটকয়েনের বিনিময়মূল্য হু হু করে বাড়তে থাকে। এক পর্যায়ে প্রতি বিটকয়েনের দাম ৬০ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যায়।

এলন মাস্ক নিশ্চিত করেছেন, বিটকয়েনে পরিশোধিত টেসলা গাড়ির মূল্য বিটকয়েন হিসেবেই রাখা হবে। অন্য কোনো মুদ্রায় রূপান্তর করা হবে না। এ প্রক্রিয়ায় নিজস্ব সফটওয়্যার ব্যবহার করবে টেসলা। সে সফটওয়্যার সরাসরি বিটকয়েনের নোড পরিচালনা করতে পারবে। নোড মূলত বিটকয়েনে লেনদেন পরিচালনাকারী কম্পিউটার।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে ১০০ ডলার মূল্যের বিটকয়েন জমা দিয়ে নতুন টেসলা গাড়ির অর্ডার করা যাবে। ভবিষ্যতে এই সুবিধা অন্যান্য দেশেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সারাবাংলা/একেএম