Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ আ.লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৫ মার্চ ২০২১ ০৯:৫৯

বরিশাল: আসন্ন ইউনিয়ন প‌রিষদ (ইউপি) নির্বাচ‌নে আওয়ামী লীগের ১৪ চেয়ারম‌্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। বুধবার (২৪ মার্চ) রা‌তে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূ‌ত্র এই তথ‌্য নি‌শ্চিত করে‌ছে।

এরই মধ্যে যারা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন: শোলক ইউনিয়নের আব্দুল হালিম সরদার, মুলাদী উপজেলার সদর ইউনিয়নের কামরুল আহসান, গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের গোলাম হাফিজ মৃধা, মাহিলাড়া ইউনিয়নের সৈকত গুহ পিকলু, খাঞ্জাপুর ইউনিয়নের নূর আলম সেরনিয়াবাত, বার্থী ইউনিয়নের আব্দুর রাজ্জাক, বাটাজোর ইউনিয়নের আব্দুর রব হাওলাদার, চাদশী ইউনিয়নের নজরুল ইসলাম, বানারীপাড়া উপজেলায় বিশারকান্দি ইউনিয়নের ইসলাম শান্ত, ইলুহার ইউনিয়নের শহিদুল ইসলাম, সলিয়াবাকপুর ইউনিয়নের সিদ্দিকুর রহমান, সদর ইউনিয়নের আব্দুল জলিল ঘরামী, উদয়কাঠি ইউনিয়নের রাহাদ আহম্মেদ ননী এবং বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোলাম মোর্শেদ।

এদিকে, বরিশাল বিভাগের ছয় জেলায় ৩৭৬‌ ইউনিয়নের ম‌ধ্যে প্রথম দফায় ভোট অনু‌ষ্ঠিত হ‌চ্ছে ১৭৩‌ ইউনিয়নে। যার ম‌ধ্যে ২১‌ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অন‌ু‌ষ্ঠিত হ‌বে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বরিশাল জেলার ৫০‌ ইউনিয়‌নে চেয়ারম‌্যান প‌দে ১৯৯ জন ম‌নোনয়ন দা‌খিল ক‌রেন। যা‌তে বা‌কেরগ‌ঞ্জের দুধল, গৌরনদীর বাটাজোর, খাঞ্জাপুর, চাদশী, মা‌হিলারা ও নল‌চিড়ায় একজন ক‌রে ম‌নোনয়নপত্র দা‌খিল ক‌রেন। যার‌া সবাই আওয়ামী লীগ লী‌গের প্রার্থী। বুধবার (২৪ মার্চ) আরও আট ইউনিয়‌নে প্রতিদ্বন্দী প্রার্থীরা ম‌নোনয়নপত্র প্রত‌্যাহার ক‌রে নেওয়ায় আওয়ামী লীগ লী‌গের চেয়ারম‌্যান প্রার্থীরা এককভা‌বে জয়ী হতে চলেছেন।

অন্যদিকে, ৫০‌ ইউনিয়‌নে সাধারণ সদস্য পদে এক হাজার ৬২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌বেন এবং তাদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪ সদস‌্য প্রার্থী বিজয়ী হ‌য়ে‌ছেন। একইসঙ্গে সংর‌ক্ষিত ওয়া‌র্ডে ৫১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌বেন। এর ম‌ধ্যে দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন।

সারাবাংলা/একেএম

ইউপি চেয়ারম্যান বরিশাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর