বেলকুচিতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
২৫ মার্চ ২০২১ ১৫:৪৪
সিরাজগঞ্জ: বেলকুচিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বায়নাগাঁতী উত্তর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সাইফুল ইসলাম বায়নাগাঁতী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াগাঁতী স্কুল কমিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজ্জাক খান ও হেলাল মন্ডল গ্রুপের মধ্যে অনেকদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে রাজ্জাক খান বাড়ি ফেরার পথে হেলাল গ্রুপের লোকজন তার ওপর হামলা চালায়। এরপর পাশের গ্রাম থেকে রাজ্জাক খান গ্রুপের লোকজন এলে উভয়পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
ওসি গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সারাবাংলা/এসএসএ