স্বাধীনতা দিবসে ইউজিসির শ্রদ্ধা নিবেদন
২৬ মার্চ ২০২১ ১২:৫৫
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
কমিশনের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ইউজিসি ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতীর বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পণের সময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, এই একটি বছর বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্বাধীনতার ৫০তম বছরের পাশাপাশি এ বছর জাতির পিতারও জন্মশতবার্ষিকীরও পূর্ণ হয়েছে। এজন্য স্বাধীনতা দিবসে জাতির পিতার ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে দিনটি শুরু করেছি।
এ সময় প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মো. আবু তাহের, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান আরও অনেকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিএস/এএম