Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াইএসএসই আয়োজন করল ‘লাল সবুজের মুক্তি’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২১ ১৪:৩২

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘লাল সবুজের মুক্তি’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজিত হয়েছে ইয়ুথ স্কুল ফর সোস্যাল এন্টারপ্রেনারসের (ওয়াইএসএসই) উদ্যোগে। এই আয়োজনে ছিল স্বাধীনতা বিষয়ক কুইজ প্রতিযোগিতা, স্বাধীনতার ক্যানভাস (ডিজিটাল আর্ট, ফটোগ্রাফি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা) এবং ভার্চুয়াল সেশন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভার্চুয়াল সেশনে প্যানেল ডিসকাশন, লাইভ কুইজ শো, বিজয়ীদের নাম ঘোষণাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বিজ্ঞাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে ২৬ মার্চ আমাদের কাছে আত্মত্যাগ ও গর্বের এক দিন। ২০২১ সালে গৌরবময় সেই দিনের এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর সম্পন্ন হয়েছে। পরাধীনতার শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় অর্জনের এই দিনের কথা স্মরণ করে বাঙালি স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে উঠে।

এমন চেতনা যুব সমাজের মাঝে ছড়িয়ে তাদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি অলাভজনক যুব সংগঠন ওয়াইএসএসই। প্রতিষ্ঠানটির লক্ষ্য মূলত শক্তিশালী যুব নেতৃত্ব ও উদ্যোক্তাদের বিকাশ। এছাড়াও সামাজিক ও পরিবেশগত সমস্যাগুলি সমাধান করার পাশাপাশি সমাজে অর্থনৈতিক ও লিঙ্গ বৈষম্য দূর করতে কাজ করে থাকে তারা।

ইয়ুথ স্কুল ফর সোস্যাল এন্টারপ্রেনারসের অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী। তিনি একাত্তরের সেই রোমাঞ্চকর দিনগুলোর স্মৃতিচারণ করার পাশাপাশি সেই দিনগুলো থেকে আজকের তরুণদের কী কী শেখার আছে, তা নিয়েও কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। কুইজ ও স্বাধীনতা ক্যানভাস প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ‘কাবুলিওয়ালা’র পক্ষ হতে আকর্ষণীয় গিফট হ্যাম্পার দেওয়া হয়। অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য ছিল সার্টিফিকেট।

সারাবাংলা/ইএইচটি/টিআর

ইয়ুথ স্কুল ফর সোস্যাল এন্টারপ্রেনারস ওয়াইএসএসই লাল সবুজের মুক্তি

বিজ্ঞাপন

‘ফের ভয়াবহ বিপ্লব হতে পারে’
২৬ নভেম্বর ২০২৪ ২৩:৩৪

বিদেশ বিভুঁই। ছবিনামা-৩
২৬ নভেম্বর ২০২৪ ২৩:১৯

আরো

সম্পর্কিত খবর