পথেই জন্ম নিলো ‘পাগল’ মায়ের ছেলে, উদ্ধার করলো পুলিশ
২৭ মার্চ ২০২১ ১৮:১৪
কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌরসভার জয়বাংলা মোড় এলাকায় একটি এক মানসিক ভারসাম্যহীন নারী ছেলে সন্তান প্রসব করেছেন। শনিবার (২৭ মার্চ) ভোররাতে ওই নারী আর নবজাতক স্থানীয়দের চোখে পড়লে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ভোরেই ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় ওই মা ও নবজাতককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী কয়েক বছর ধরে শহরের বিভিন্ন বাজার ও রাস্তায় অবস্থান করে আসছিলেন।
পুলিশ জানায়, রাতে জয়বাংলা মোড় এলাকায় পরিত্যক্ত স্থানে মানসিক ভারসাম্যহীন এক নারী বাচ্চা প্রসব করেছেন। এমন খবরে দ্রুত ঘটনাস্থল থেকে মা ও তার নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ওই নারী তার নাম-ঠিকানা কিছুই বলতে পারছে না।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসাল্টেন্ট ডা. মো. মোকতার হোসেন জানান, নবজাতকের ওজন ১ কেজির একটু বেশি, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, মানসিক ভারসাম্যহীন নারী একটি ছেলে বাচ্চা প্রসব করেছেন। খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পুলিশ রয়েছে যাতে কেউ বাচ্চাটি নিয়ে যেতে না পারে। এরইমধ্যে অনেকে বাচ্চাটি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। নারী ও তার সন্তানের চিকিৎসার জন্য সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এমও