Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে দোল উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২১ ১৮:২৩

বরিশাল: বরিশালে হিন্দুধর্মাবলম্বীদের দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মার্চ) সকাল থেকে নগরীর বিভিন্ন মন্দির ও পাড়া-মহল্লায় এই দোল উৎসব শুরু হয়। এদিন সকালে মন্দিরে পূজার মাধ্যমে দোল উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এই উৎসবে সামিল হয়ে সনাতন ধর্মের শিশু থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ রঙ খেলায় মেতে ওঠেন। এ উপলক্ষে নগরীর শীতলাখোলা এলাকায় ডিজে পার্টির আয়োজন করা হয়। সেখানে অসংখ্য নারী-পুরুষ রঙ খেলায় মেতে ওঠেন।

বিজ্ঞাপন

নগরীর শীতলাখোলা এলাকায় দোল উৎসবে অংশগ্রহণকারী স্বাগতা দাস বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ ও তার সখী রাধা দেবি দোল পূর্ণিমার দিনে রঙ খেলায় মেতেছিলেন। এ কারণে প্রতিবছর এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা দোল উৎসব পালন করেন।

গোবিন্দ দাস নামে একজন বলেন, শীতলাখোলায় রঙ খেলতে অনেক লোক এসেছে। আমিও বন্ধ‌ু‌দের নিয়ে রঙ খেল‌তে এসেছি।

এছাড়াও নগরীর শ্রী শ্রী শংকর মঠ, রাঁধা কৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মিশন ও সরকারি ব্রজমোহন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোল উৎসব অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এনএস

দোল উৎসব বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর