৩ দিনেও নামেনি জাতীয় পতাকা
২৮ মার্চ ২০২১ ২২:০১
সিরাজগঞ্জ: বাংলাদেশ সৃষ্টির ৫০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগেই বাংলাদেশে মহাসমারোহে পালন করা হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। আর এক্ষেত্রে সর্বোচ্চ সম্মানটা আমাদের জাতীয় পতাকার প্রতি প্রদর্শিত হলেও ঠিক তার উল্টোটা ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। সেখানে জাতীয় পতাকার প্রতি করা হয়েছে দারুণ অসম্মান ও অবহেলা।
জেলার উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসে (২৬ মার্চে) জাতীয় পতাকা উত্তোলনের পরে ৩দিন পেরিয়ে গেলেও নামানো হয়নি পতাকা। টানা ৩দিন এভাবে পতাকা উত্তোলন করে রাখাকে জাতীয় পতাকার প্রতি চরম অবমাননা ও অসম্মান বলে উল্লেখ করেছেন স্থানীয়রা।
এজন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও দায়িত্বের অবহেলাকেই দায়ী করছেন সবাই। একইসঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও অন্যান্য শিক্ষকদেরও এ দ্বায় এড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করছেন অনেকে। কিন্তু প্রধান শিক্ষক এতবড় ভুল ও দায়িত্বের অবহেলা কিভাবে করতে পারেন এমন প্রশ্ন সবার মনে থাকলেও উত্তর নেই কারও কাছেই।
তথ্যের ভিত্তিতে রোববার (২৮ মার্চ) বিকালে শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় বন্ধ থাকলেও জাতীয় পতাকা উত্তোলন করা আছে।
স্থানীয়রা জানান, আজ টানা ৩দিন হলোই দিনরাত পতাকা এভাবেই আছে। তাদের মনে বিষয়টি খারাপ লাগলেও তারা এর সঠিক নিয়ম সম্পর্কে না জানায় কিছু বলেননি। তবে সবাই প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতাকেই দায়ী করে বলেন, এক বছর হলো বিদ্যালয় বন্ধ থাকায় তারাতো বসে বসেই বেতন পাচ্ছেন। তারপরও যদি সামান্য এইটুকু দায়িত্বও সঠিকভাবে পালন করতে না পারেন তাহলে কি করবেন। এমন শিক্ষকদের কাছে শিক্ষার্থীরাই বা কী শিখবে?
শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ কৌশলে দায় এড়িয়ে বলেন, বিষয়টি আমার ভুল হলেও আমি উল্লাপাড়া চলে যাওয়ায় একজন সহকারী শিক্ষককে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। কিন্তু তিনি পতাকা না নামিয়েই চলে গেছেন। তবে প্রধান শিক্ষক হিসাবে দায়ভারটা তার বলেও স্বীকার করেন তিনি।
উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাহনেওয়াজ বলেন, এমনটা মোটেও কাম্য নয়, এরকম হয়ে থাকলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। আমি ব্যবস্থা নিচ্ছি।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ বলেন, এটা অবশ্যই জাতীয় পতাকার প্রতি অবমাননা ও অসম্মান। এটা জাতীয় পতাকার বিধি লঙ্ঘনও। আমি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তপূর্বক অবশ্যই ব্যবস্থা নিতে বলব।
সারাবাংলা/এনএস
৩দিনেও নামেনি পতাকা জাতীয় পতাকা উত্তোলন শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্বাধীনতা দিবস