Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনা উদ্ধার: আকাশ ঘোষকে জামিন দেননি হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২১ ১৭:১০

ঢাকা: সাড়ে চার কেজি সোনাসহ গ্রেফতার সাভারের আকাশ ঘোষকে জামিন দেননি হাইকোর্ট। তবে আকাশ ঘোষকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (২৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী তমিজ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল।

জানা যায়, গত বছরের ৮ জুলাই প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সাড়ে চার কেজি সোনাসহ কমলাপুর রেলস্টেশন থেকে আকাশ ঘোষকে আটক করা হয়। ওইদিন আকাশ ঘোষ সিলেট থেকে কালনী ট্রেনে করে ঢাকায় আসে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।বর্তমানে তিনি কারাগারে আছেন।

সারাবাংলা/এসএসএ

সোনা উদ্ধার হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর