Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাধারণ ছুটি ঘোষণার চিন্তা নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২১ ১৮:০০

ফাইল ছবি

ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণের হার বৃদ্ধি পেলেও আপাতত সাধারণ ছুটি ঘোষণা করার চিন্তা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, সতর্ক থেকে এর প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে।

সোমবার (২৯ মার্চ) এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘আমরা দেখেছি, একটু সতর্ক থাকলেই মোটামুটি সুস্থ থাকা যায়। তাই আপাতত সব কিছুতে সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত সাধারণ ছুটি নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণের বিস্তার রোধে আমরা কাজ করছি, আপনারা (সাংবাদিক) মাঠে ছিলেন। অনেকে আক্রান্ত হয়েছেন। অনেকে সর্তক থাকায় এখন পর্যন্ত ভালো আছেন।’

‘সেক্ষেত্রে আমরা যে উদ্যোগ নিয়েছি তা চলতে থাকবে। তবে সাধারণ ছুটির কোনো চিন্তা নেই। আমরা সর্তক হলে করোনা নিয়ন্ত্রণ করতে পারব আশা করি।’

এদিকে গত কয়েকদিনে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত ১৮ দফা নির্দেশনায় সব ধরনের জনসমাগম সীমিত করতে বলা হয়েছে। মসজিদ মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি পর্যটন কেন্দ্র, সিনেমা হলে জনসমাগম সীমিত করা এবং সব ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/একে

করোনাভাইরাস জনপ্রশাসন প্রতিমন্ত্রী টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর