Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাল দখল করে স্থাপনা নির্মাণ, ৩ শ্রমিকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২১ ১৪:৩৪

বরিশাল: খাল দখল করে স্থাপনা নির্মাণ করার অপরাধে বরিশালের বাবুগঞ্জে তিন নির্মাণ শ্রমিককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, উপজেলা সদরের বাবুগঞ্জ বাজারে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণকালে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় পনির (৩২), সিরাজুল ইসলাম (২৩) ও মো. আলী (৩২) নামের তিন নির্মাণ শ্রমিককে ঘটনাস্থল থেকে আটকের পর প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সারাবাংলা/এনএস

খাল দখল শ্রমিকের কারাদণ্ড স্থাপনা নির্মাণ