Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২১ ১৮:৪৭ | আপডেট: ৩১ মার্চ ২০২১ ২০:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ি ও রাঙ্গামাটি: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তিনি পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে পরবর্তী ১৪ দিনের জন্য এই নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।

খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, সারাদেশে হঠাৎ করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। প্রকোপ ঠেকাতে গতকাল জেলায় ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু পর্যটক ঠেকানো না গেলে করোনাভাইরাসের সংক্রমণ জেলায় বেড়ে যাবে। এই আশঙ্কা থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি ভালো হলে আবারও পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হবে।

বিজ্ঞাপন

রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে দুই সপ্তাহের জন্য অন্তর্বতীকালিন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তা বাড়তে পারে।

একইসঙ্গে প্রতিদিন রাত আটটায় জেলার সকল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট বন্ধ, গণপরিবহনে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন, হোটেল মোটেলে অর্ধেক টেবিল চেয়ার তুলে রেখে ভোক্তাদের সেবা প্রদান, আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সংক্রমণ রোধে ১লা এপ্রিল থেকে আগামী ২ সপ্তাহের জন্য বান্দরবান জেলার সবগুলো পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। আবাসিক হোটেলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দুই সপ্তাহ পর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পর্যটনকেন্দ্র বন্ধ