দুর্নীতির মামলায় সাবেক উপমন্ত্রী দুলুর আবেদন বিষয়ে আদেশ রোববার
১ এপ্রিল ২০২১ ১৮:৪৭
ঢাকা: জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী রোববার (৪ এপ্রিল) আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুলুর পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী।
জানা যায়, ২০০৭ সালে জ্ঞাত আয় বর্হিভূত ৯ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা অর্জনের অভিযোগে আদাবর থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় একই বছরের ২৯ আগস্ট অভিযোগ গঠন করে আদালত। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুলু। হাইকোর্ট দুলুর আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করে দেন। এর বিরুদ্ধে আপিলে করে দুদক।
পরে ২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিল করে দেন। এ আদেশের পর ঢাকার বিশেষ জজ আদালত-১ এ দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম শুরু হয়।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, এ মামলায় বিচারিক আদালতে ৩৩ জনের সাক্ষী হয়ে গেছে। এ অবস্থায় ওনারা একটি আবেদন করেছেন। যেটি বিচারিক আদালতে খারিজ হয়ে গেছে। এখন সে বিষয়েই তারা (আসামিরা) হাইকোর্টে আবেদন করেছেন।’
সারাবাংলা/কেআইএফ/এমও
জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন দুর্নীতির মামলা সাবেক উপমন্ত্রী দুলু