Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য অধিদফতরের ডা. নাসিমা সুলতানা করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২১ ০৩:০২ | আপডেট: ২ এপ্রিল ২০২১ ০৩:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ডা. নাসিমা সুলতানা নিজেই সারাবাংলাকে তার কোভিড সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

ডা. নাসিমা সুলতানা বলেন, করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করা হয়েছিল। আজ (বৃহস্পতিবার) পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছি। সবাই দোয়া করবেন।

স্বাস্থ্য অধিদফতরের অন্যতম শীর্ষ একজন কর্মকর্তা হিসেবে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই জনগণের সুরক্ষা রক্ষায় কাজ করে চলেছেন ডা. নাসিমা সুলতানা। দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি অবহিত করতে শুরুতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) প্রতিদিন ব্রিফিং করলেও একসময় ব্রিফিংয়ের দায়িত্ব নেয় স্বাস্থ্য অধিদফতর। ওই সময় প্রতিদিন ব্রিফিংটি করতেন ডা. নাসিমা। সেই থেকেই দেশব্যাপী পরিচিতমুখ হয়ে উঠেছেন তিনি।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, দেশে প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হয় গত ২৭ জানুয়ারি। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঁচ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। ওই সময় দেশের তৃতীয় ব্যক্তি হিসেবে ভ্যাকসিন নিয়েছিলেন ডা. নাসিমা।

এর আগে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম ও অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকিরও।

কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্রিফিংয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা; ফাইল ছবি

সারাবাংলা/এসবি/টিআর

অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনায় আক্রান্ত টপ নিউজ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর