না.গঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১২৯
২ এপ্রিল ২০২১ ১৫:৪২
নারায়ণগঞ্জ: করোনাভাইরাসে (কোভিড-১৯) নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১৭১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে আরও ১২৯ জন শনাক্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ হাজার ২৮৫ জনে দাঁড়িয়েছে। তবে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৯ হাজার ৭৬ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৪৮ জনের। শুক্রবার (২ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৯৪৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৯ জন। আর এ সময়ের মধ্যে করোনায় মারা গেছেন একজন। জেলায় এখন পর্যন্ত করোনায় মোট ১৭১ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৮৫ জন। আর সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৬ জন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ওই বছরের ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এর পর দিন ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। পরে নারায়ণগঞ্জের কপাল থেকে হটস্পটের তকমা তুলে নেওয়া হয়েছে।
সারাবাংলা/এনএস