Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চলন্ত বাসে জটলা বানিয়ে’ ছিনতাই, চক্রের ৪ সদস্য গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২১ ২০:৪৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে চার সদস্যের একটি ছিনতাইকারী চক্র পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ছিনতাইকারীরা দিনে গণপরিবহনে বিশেষ পরিস্থিতি তৈরি করে এবং সন্ধ্যার পর নগরীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় ছিনতাইয়ের জন্য জড়ো হওয়ার পর পুলিশ তাদের ধাওয়া দিয়ে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দুইটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

বিজ্ঞাপন

গ্রেফতার চার জন হলেন- মো. রানা (২৪), মো. আলমগীর (২৮), মো. শামীম(২১) ও বেলাল হোসেন (২১)।

ওসি মহসীন সারাবাংলাকে বলেন, ‘এই চক্রের সদস্যরা দিনে গণপরিবহনে বিশেষ করে বিভিন্ন রুটের সিটিবাসে উঠে ছিনতাই করে। সেক্ষেত্রে তারা টার্গেট করা এক বা একাধিক যাত্রীকে ঘিরে জটলা তৈরি করে। সুযোগ বুঝে একজন জটলার মধ্যে দ্রুত মোবাইল-মানিব্যাগ হাতিয়ে নেয়। এরপর দ্রুততম সময়ের মধ্যে তারা বাস থেকে নেমে যায়।’

গ্রেফতার রানার বিরুদ্ধে ২টি, শামীমের বিরুদ্ধে ৪ টি এবং আলমগীরের বিরুদ্ধে ২ টি মামলা আছে বলে ওসি মহসীন জানিয়েছেন।

এর আগে, গত ফেব্রুয়ারিতে চলন্ত বাসে ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছিল ডবলমুরিং থানা পুলিশ।

সারাবাংলা/আরডি/এমও

গ্রেফতার ছিনতাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর