ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে পুঁজিবাজারে লেনদেন চলবে
৩ এপ্রিল ২০২১ ২০:২১
ঢাকা: করোনাভাইরাস মহামারির সময়ে দেশে ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে সবপ্রকার লেনলেন চালু থাকবে। শনিবার (৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শনিবার বিকালে ডিএসই’র উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারিকালসহ যেকোনো সময়ে ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে লেনলেন চালু থাকবে। এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোনো রকম গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছে ডিএসই।
অন্যিদিকে, সিএসই’র জনসংযোগ বিভাগ থেকে পাঠানো পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারিকালে ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে পুঁজিবাজারও চালু থাকবে। এ ব্যাপারে বিনিয়োগকারীদের যেকোনো রকম গুজব উপেক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে সিএসই কর্তৃপক্ষ।
সারাবাংলা/জিএস/এমও