Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট বন্ধ থাকতে পারে না: প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২১ ১২:৪২

ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সাংবিধানিক কোর্ট (সুপ্রিম কোর্ট) বন্ধ থাকতে পারে না। করোনা পরিস্থিতিতেও ভারতের সাংবিধানিক কোর্ট কখনও বন্ধ থাকেনি।

রোববার (৪ এপ্রিল) আপিল বিভাগের ভার্চুয়ালি শুনানিকালে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

দেশে লকডাউন দেওয়া হলে আপিল বিভাগের কার্যক্রম চলবে কি না, সিনিয়র আইনজীবীরা আদালতের কাছে জানতে চাইলে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। করোনা পরিস্থিতিতে আদালত পরিচালনার বিষয়ে আজ (৪ এপ্রিল) সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় সিনিয়র আইনজীবী এম আমীর উল ইসলাম, প্রবীর নিয়োগীসহ অন্যান্য আইনজীবীরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

করোনাসহ যেকোনো প্রতিকূল পরিস্থিতে বিচারকাজ অব্যাহত রাখতে ২০২০ সালের ৯ মে রাষ্ট্রপতি আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ জারি করেন। গত বছরের ১০ মে থেকে ভার্চুয়ালি আদালতে বিচারকাজ শুরু হয়। পরে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার বিধান রেখে জাতীয় সংসদে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল- ২০২০ পাস করে। এ আইন পাসের কারণে ভবিষ্যতেও দেশের যেকোন বিশেষ পরিস্থিতে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়ালি আদালত পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে।

এর আগে শনিবার (৩ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, সোমবার থেকে ১২ এপ্রিল পর্যন্ত সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাবে। তবে শিল্প কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এএম

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর