গ্রামীণ টেলিকমের ২৮ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ
৪ এপ্রিল ২০২১ ১৮:২৩
ঢাকা: গ্রামীণ টেলিকমের বরখাস্ত হওয়া ২৮ কর্মীকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (৪ এপ্রিল) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন মো. ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
পরে আইনজীবী মো. ইউসুফ আলী জানান, শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-২১৯৪) সিবিএর সঙ্গে আলোচনা না করেই এক নোটিশে ৯৯ কর্মীকে ছাঁটাই করেছিল গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ।
গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসানের সই করা এক নোটিশের মাধ্যমে এ ছাঁটাই করা হয়েছিল। এরপর সেই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ২৮ জন কর্মী। ওই রিটের শুনানি নিয়ে আজ হাইকোর্ট ২৮ জন কর্মীকে বরখাস্তের আদেশ স্থগিত করে তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।
জানা যায়, এর আগে গ্রামীণ টেলিকমের এই ৯৯ কর্মীর ছাঁটাই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে আরও ৩৮ জন চাকরি ফিরে পেতে আবেদন করেছিল। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত ৩৮ জনকে নিয়োগ দেওয়ার আদেশ দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ আরও ২৮ জনের চাকরি ফেরত দিতে আদেশ দেন আদালত।
এ নিয়ে গ্রামীণ টেলিকমের ছাঁটাইকৃত ৯৯ কর্মীর মধ্যে ৬৬ জন হাইকোর্টের আদেশে চাকরি ফিরে পেলেন।
সারাবাংলা/কেআইএফ/এসএসএ