পাহাড়ে দর্শনার্থীদের টার্গেট করে ছিনতাইয়ে জড়িত তরুণ গ্রেফতার
৪ এপ্রিল ২০২১ ২৩:৩৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পাহাড়ে বেড়াতে যাওয়া দুই শিক্ষার্থীসহ তিনজনের কাছ থেকে মোবাইল-টাকা ছিনতাইয়ের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার তরুণ দুর্ধর্ষ ছিনতাইকারী চক্রের হোতা এবং কিশোর গ্যাং লিডার। তারা পাহাড়ে ঘাপটি মেরে থাকে এবং কেউ বেড়াতে গেলে সুযোগ বুঝে ছিনতাই করে।
শনিবার (৩ এপ্রিল) রাতে নগরীর আকবর শাহ থানার হারবাতলী মুজিবঘোনা এলাকায় নন্দন পাহাড়ে আরেকটি ছিনতাইয়ের সময় হাতেনাতে ওই তরুণকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার নুরনবী বাবুর (১৯) বাসাও ওই এলাকায় বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন।
গত ১ এপ্রিল বিকেলে নন্দন পাহাড়ে বেড়াতে গিয়ে ছিনতাইয়ের শিকার তিনজন হলেন— নগরীর প্রভাতী মাধ্যমিক শিক্ষা নিকেতন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী তানভীরুল হাসান নিহান (১৪), তার খালাতো ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম (১৮) এবং বন্ধু ইয়াকুব আলী নাফিস (১৪)। এদের মধ্যে সাইফুল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার মাদরাসার দাখিল শ্রেণির শিক্ষার্থী।
ওসি জহির হোসেন সারাবাংলাকে বলেন, ‘সাইফুল ফটিকছড়ি থেকে তার খালার বাসায় বেড়াতে এসেছিলেন। তারা তিনজন নন্দন পাহাড়ে বেড়াতে গেলে নুরনবী বাবুসহ চার জন প্রথমে তাদের ডাক দিয়ে সামনে আনে। হঠাৎ তাদের ঘিরে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে সাইফুলের ডান পায়ে ছুরিকাঘাত করে। এরপর একটি মোবাইল ও নগদ আট হাজার টাকা ছিনতাই করে নিয়ে পাহাড়ের ভেতর দিয়ে পালিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে সাইফুল থানায় এসে অভিযোগ করে।’
‘আমরা ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেফতারে অভিযান শুরু করি। গত (শনিবার) রাতে ওই এলাকায় আরেকটি ছিনতাইয়ের সময় নুরনবী বাবুকে আমরা হাতেনাতে আটক করি। তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে। সে এলাকায় কিশোর-তরুণদের সংঘবদ্ধ একটি গ্রুপের প্রধান। নন্দন পাহাড়ে সবসময় বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা যান। নুরনবী ও তার গ্যাংয়ের সদস্যরা সেখানে ছিনতাই করে।’
গ্রেফতার নুরনবীর কাছ থেকে ছিনতাই করা মোবাইল সেট এবং নগদ দুই হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
সারাবাংলা/আরডি/এনএস