ফের করোনা পজিটিভ এমপি তানভীর শাকিল জয়
৫ এপ্রিল ২০২১ ১২:৪২
সিরাজগঞ্জ: দ্বিতীয় দফায় (কোভিড-১৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-১ (সদরের একাংশ ও কাজিপুর) আসনের এমপি নাসিম পুত্র তানভীর শাকিল জয়। সোমবার (০৫ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান মো. খলিল সিরাজী।
তিনি বলেন, ‘তার শরীরে তেমন কোনো উপসর্গ না থাকলেও তিনি বর্তমানে ঢাকার বাসায় চিকিৎসাধীন আছেন।’
তিনি আরও জানান, তানভীর শাকিল জয় দু’দিন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রোগ্রাম শেষ করে শনিবার (৩ এপ্রিল) ঢাকায় ফেরেন। এরপর রোববার (৪ এপ্রিল) তিনি শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দিলে সন্ধ্যায় তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়।
তিনি আরও বলেন, ‘এমপি তানভীর শাকিল জয় প্রায় এক মাস আগে করোনার ভ্যাকসিনও নিয়েছিলেন। এ ছাড়াও এর আগেও তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলেও জানান এই উপজেলা চেয়ারম্যান দেশবাসীর কাছে এমপি জয়ের জন্য দোয়াও প্রার্থনা করেছেন তিনি।’
সারাবাংলা/একে
এমপি করোনা কোভিড-১৯ টপ নিউজ তানভীর শাকিল জয় নভেল করোনাভাইরাস