ডি-৮ কমিশনের সভাপতি বাংলাদেশ
৫ এপ্রিল ২০২১ ২৩:২৪
ঢাকা: তুরস্কের অর্থনৈতিক বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত ওমর গাকুক সোমবার (৫ এপ্রিল) বাংলাদেশের পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের কাছে ডি-৮ কমিশনের সভাপতি পদ হস্তান্তর করেছেন।
দশম ডি-৮ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে কমিশনারদের ৪৩তম সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী সভার প্রথম দিনের সভায় সভাপতি পদ হস্তান্তর করা হয়। এবারের ডি-৮ শীর্ষ সম্মলনে বাংলাদেশ স্বাগতিক দেশ।
৭ এপ্রিল থেকে ভার্চুয়ালি ডি-৮ রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের ১৯তম বৈঠক এবং ৮ এপ্রিল ভার্চুয়ালি ডি-৮ ভুক্ত দেশগুলোর দশম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে, এবারের ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রথমবারের মতো এই জোটভুক্ত দেশগুলোর তরুণদের সামিট অনুষ্ঠিত হয়েছে। দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডি-৮ সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ আগামী দুই বছর ডি-৮ এর সভাপতির দায়িত্ব পালন করবে।
সারাবাংলা/জেআইএল/একেএম
টপ নিউজ ডি-৮ শীর্ষ সম্মেলন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ