Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ৩০ লাখ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল ২০২১ ২২:১১

দেশে দেশে সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যেই বিশ্বজুড়ে কোভিডজনিত মৃত্যু সংখ্যা ৩০ লাখে পৌঁছেছে। সূত্র: রয়টার্স গ্লোবাল কোভিড ট্র্যাকার।

করোনায় মৃত্যু নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশের ব্রাজিল এবং দক্ষিণ এশিয়ার ভারতে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ জন্য যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার দ্রুত সংক্রমণক্ষম ধরনগুলোর বিস্তার, লকডাউনসহ অন্যান্য বিধিনিষেধ মানার ক্ষেত্রে জনসাধারণের অবহেলাকে সামনে এনেছেন বলে জানিয়েছে রয়টার্স।

রয়টার্স টালি অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ২০ লাখে পৌঁছাতে এক বছরের বেশি সময় লাগলেও পরের ১০ লাখ যোগ হয়েছে মাত্র তিন মাসেই।

সম্প্রতি মহামারিতে মোট মৃত্যুর এক-চতুর্থাংশ ব্রাজিলেই হচ্ছে, পরিসংখ্যান এমনটাই বলছে। প্রাণঘাতী করোনাভাইরাসে লাতিনের দেশটির বেহাল দশার কথা স্বীকার করে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও)।

এ ব্যাপারে ডব্লিউএইচও’র মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ বলেন, ব্রাজিলের পরিস্থিতি খুব খারাপ, সেখানকার অনেকগুলো রাজ্যের অবস্থা গুরুতর; দেশটির অনেকগুলো হাসপাতালগুলোতে ১০ শতাংশ আইসিইউ বেডও খালি নেই বলে জানান তিনি।

এদিকে ভারতও সোমবার (৫ এপ্রিল) রেকর্ড সংক্রমণ দেখেছে, যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে সেদিন দেশটির দৈনিক শনাক্ত লাখ ছাড়িয়ে গিয়েছিল।

ভারতে কোভিড-১৯ এ এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে হাসপাতালগুলোতে রোগীর ভিড় এড়াতে সোমবার থেকেই শপিং মল, সিনেমা, বার, রেস্তোরাঁ ও ধর্মীয় স্থাপনাগুলো বন্ধ করে দেওয়া শুরু করেছে।

রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত যত মৃত্যু হয়েছে তার মধ্যে প্রায় ১১ লাখই দেখেছে ইউরোপ। যা মোট মৃত্যুর এক-তৃতীয়াংশেরও বেশি। ইউরোপের ৫১ দেশের মধ্যে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, ইতালি ও জার্মানি- এই পাঁচ দেশ পুরো অঞ্চলের কোভিডজনিত মৃত্যুর ৬০ শতাংশের সাক্ষি হয়েছে।

পাঁচ লাখ ৫৫ হাজারের বেশি মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র এখনও করোনায় মৃত্যুর তালিকায় বিশ্বের দেশগুলোর মধ্যে সবার ওপরে অবস্থান করছে। গত তিন সপ্তাহ ধরে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা বাড়তে দেখা গেলেও ব্যাপক হারে ভ্যাকসিন প্রয়োগের কারণে মৃত্যুর সংখ্যার উল্লম্ফন ঠেকানো সম্ভব হচ্ছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা মনে করছেন।

যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ এরই মধ্যে ভ্যাকসিনের অন্তত প্রথম ডোজ পেয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এছাড়ও, রোববার (৪ এপ্রিল) পর্যন্ত বিশ্বজুড়ে ৩৭ কোটি তিন লাখ মানুষ করোনা ভ্যাকসিনের অন্তত এক ডোজ নিয়েছেন বলে জানিয়েছে তথ্য সরবরাহকারী ও গবেষণা প্রতিষ্ঠান আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা। যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় পৌনে পাঁচ শতাংশ।

সারাবাংলা/একেএম

করোনায় মৃত্যু কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর