Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২১ ১৫:০৮ | আপডেট: ৭ এপ্রিল ২০২১ ১৫:৫০

ঢাকা: লকডাউন আতঙ্ক কাটিয়ে টানা তৃতীয় দিনের মতো সূচকের বড় উত্থান হয়েছে। বুধবার (৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৫৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে ১৭৩ পয়েন্ট। আগের দিন মঙ্গলবার ডিএসইতে ১০৩ পয়েন্ট এবং সিএসইতে ২৯৭ পয়েন্ট সূচক বেড়েছিল। এ নিয়ে পর পর তিনদিন পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হলো। এর আগে লকডাউন আতঙ্কে গত রোববার ডিএসই ও সিএসই প্রধান সূচক হারায় যথাক্রমে ১৮১ ও ৫২৪ পয়েন্ট।

বিজ্ঞাপন

বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৪টি কোম্পানির ১৭ কোটি ১৯ লাখ ৮০ হাজার ১৭৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮২ কোটি ৪৫ লাখ টাকা। আগের দিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫০৪ কোটি ৪৫ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে উন্নীত হয়। এছাড়াও এদিন ডিএসই-৩০ মূল্য সূচক ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৪ পয়েন্টে উন্নীত হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২১৪ কোম্পানির ১ কোটি ৩০ হাজার ৫৮৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৭৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৩৪ পয়েন্টে উন্নীত হয়। এদিন সিএসইতে ৩০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ১৫০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

সারাবাংলা/জিএস/পিটিএম

ঊর্ধ্বমুখী পুঁজিবাজার সূচক

বিজ্ঞাপন

পর্যটক মুখর হচ্ছে সাজেক
১৪ ডিসেম্বর ২০২৪ ১৯:১৪

আরো

সম্পর্কিত খবর