Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ফের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২১ ১৭:৩৬

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে এলাকায় স্ত্রী হাসনা হেনা ঝিলিককে হত্যা অভিযোগের মামলায় স্বামী সাকিব আলম মিশুর ফের দু’দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) তিন দিনের রিমান্ড শেষে মিশুকে আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরির্শক (এসআই) ফেরদৌস আলম সরকার।

আসামির পক্ষে তার আইনজীবী মেহেদী হাছানসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনূর রহমান এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে, গত ৪ এপ্রিল আসামির তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। ওইদিন ঝিলিকের শ্বশুর জাহাঙ্গীর আলম, শ্বাশুরি সাঈদা আলম, দেবর ফাহিম আলম এবং টুকটুকির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, গত ৩ এপ্রিল হাসনা হেনা ঝিলিক (২৮) নামে গৃহবধূকে হত্যা করা হয়। পরে হাতিরঝিলে এনে দুর্ঘটনার নাটক সাজায় স্বামী মিশু। এ ঘটনায় ঝিলিকের মা তাহমিনা হোসেন আসমা গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/এমও

ফের রিমান্ড রিমান্ড আবেদন স্ত্রীকে হত্যা হাতিরঝিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর