Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় কলেজছাত্রীকে মারধরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২১ ০৯:৫১ | আপডেট: ৯ এপ্রিল ২০২১ ০৯:৫২

নেত্রকোনা: মদন ঊপোজেলায় ধর্ষণ মামলা তুলে নেওয়ায় জন্য প্রতিবন্ধি কলেজছাত্রীকে (১৮) মারধর করে একটি ব্রিজের নিচে ফেলে রেখে যাওযার অভিযোগ উঠেছে ধর্ষক ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। বৃহস্পাতিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার তিয়শ্রী-সিংহের বাজার সড়কের মাখনা গ্রামের সামনে ব্রিজের নিচ থেকে অজ্ঞান অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে এলাকাবাসী। পরে তাকে মদন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (৭ এপ্রিল) রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নে মাখনা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত প্রতিবন্ধী শিক্ষার্থী জানান, ২০২০ সালের ১৬ আগস্ট মাঘনা গ্রামের প্রভাবশালী করিম মিয়ার ছেলে অপু তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে ২০২০ সালের ১৯ আগস্ট তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। এরপর থেকেই মামলাটি তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে।

তিনি আরও জানান, এপ্রিলের ১ তারিখ জামিন পেয়ে অপু বাড়িতে আসে। বুধবার (৭ এপ্রিল) বিয়ের কথা বলে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে অপু ও তার বাবা আব্দুল করিমসহ আরও কয়েকজন মামলাটি তুলে নেওয়ার জন্য তাকে মারধর করে। মারধর সহ্য করতে না পেরে অচেতন হয়ে পড়লে তাদের বাড়ির সামনে ব্রিজের নিচে ফেলে যায়।

এ বিষয়ে মোবাইলে ফোনে অপুর সঙ্গে কথা হলে তিনি জানান, বুধবার রাতে একটি সিএনজি নিয়ে গভীর রাতে ওই মেয়েটি আমার বাড়িতে এসেছিল। পরে বাবা চোর মনে করে কয়েকটি থাপ্পর দিয়ে বিদায় করে দিয়েছে।

নায়েকপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রোমান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে মদন হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম জানান, প্রতিবন্ধী কলেজ শিক্ষার্থী অপুর বিরুদ্ধে ২০২০ সালে ১৯ আগস্ট মদন থানায় যে মামলাটি করেছিল সেই মামলাটি বিচারাধীন আছে। মারপিটের বিয়ষটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

নেত্রকোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর