ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, লাপাত্তা স্বামী
১০ এপ্রিল ২০২১ ১০:৩২
ভোলা: জেলার সদর উপজেলার ঘুইনগারহাটে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর নাম আয়েশা বেগম (২৭)। শুক্রবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আয়েশা বেগম উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুইংগার হাট এলাকার বাসিন্দা ও চা দোকানি মো. আরিফের স্ত্রী। এ ঘটনার পর থেকে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরের দিকে ঘুইংগার হাটের চা দোকানি আরিফের বসত ঘরে তার স্ত্রী আয়েশার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এ সময় ঘরে অন্য কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে আয়েশার স্বামী আরিফ পলাতক রয়েছেন ।
এ বিষয়ে ওসি মো. এনায়েত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মূল রহস্য জানা যাবে। এছাড়াও বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
সারাবাংলা/এনএস