চট্টগ্রামে করোনায় আইনজীবীর মৃত্যু
স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২১ ১৩:১৯
১০ এপ্রিল ২০২১ ১৩:১৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন জ্যেষ্ঠ্য আইনজীবীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) সকালে চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই আইনজীবীর মৃত্যু হয়।
মৃত মাহফুজ উল আলমের বয়স ৭০ বছর। বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন সারাবাংলাকে বলেন, তিন সপ্তাহ আগে উনার (মাহফুজ) কোভিড পজেটিভ আসে। আগে থেকে হার্টের অসুখ ছিল। গত ১৫ দিন ধরে জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। মাঝে কিছুটা সুস্থ হয়েছিলেন। দুই-তিনদিন আগে আবার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে আজ মারা গেছেন।
এ নিয়ে চট্টগ্রামে ৩২ জন আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে এবং এ সংক্রান্ত জটিলতায় ভুগে মারা গেছেন বলে জিয়াউদ্দিন জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/এএম