রাজধানীতে ট্রেন ও গ্যাংকারের ধাক্কায় নিহত ২
১০ এপ্রিল ২০২১ ২০:০৫
ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড ও উত্তরা আজমপুর এলাকায় ট্রেন ও পরিদর্শন গ্যাংকারের ধাক্কায় দুজন নিহত হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে কুড়িল বিশ্বরোডে অজ্ঞাত (৬০) বছরের এক বৃদ্ধা ও আজমপুরে দুপুর আড়াইটার দিকে আব্দুল আজিজ (৩৫) নামের এক অটোচালক মারা গেছেন।
ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন বলেন, ‘বেলা ১২টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া এক ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা মারা গেছে। তার পরিচয় পাওয়া যায়নি।’
মহিউদ্দিন আরও জানায়, এছাড়া দুপুর আড়াইটার দিকে আজমপুর রেললাইনে পরিদর্শন গ্যাংকারের ধাক্কায় গুরুতর আহত হয় আটোচালক আজিজ। পরে সেখান থেকে তাকে দক্ষিণখান থানা পুলিশ বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। সেখানে অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে সাতটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএসআই জানান, ঘটনার সময় রেললাইন পার হচ্ছিল আজিজ। এমন সময় পরিদর্শনের গ্যাংকারের ধাক্কায় আহত হয় সে।
নিহত আজিজের ভাই মো. হাবিব জানায়, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার কোতয়ালির কসাইবাড়ি গ্রামে। বাবার নাম রেজত আলী। বর্তমানে দক্ষিনখাণ আশকোনা এলাকায় থাকে তারা। আজিজ অটোরিকশা চালাতো। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম