Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ইতিহাসে ফের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২১ ১৬:১১

ঢাকা: দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে ফের একদিনে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় এই সংক্রমণ নিয়ে মারা গেছেন ৭৮ জন। এর আগে গতকাল শনিবারই (১০ এপ্রিল) একদিনে সর্বোচ্চ ৭৮ জন মারা গিয়েছিলেন। করোনা সংক্রমণের অবনতিশীল পরিস্থিতিতে আজ ফের সেই রেকর্ড নতুন করে লিখতে হলো।

একই সময়ে দেশে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ হাজার ৮১৯ জনের মধ্যে, যা গতকালের চেয়ে কিছু বেশি। গতকাল সংক্রমণ শনাক্ত হয়েছিল ৫ হাজার ৩৪৩ জনের মধ্যে।

বিজ্ঞাপন

রোববার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতর সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ছিল ৭৮ জন, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। অধিদফতরের নিয়মিত কোভিড-১৯ সংক্রান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য শিগগিরই জানানো হবে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা ও সংক্রমণ বেড়েছে

স্বাস্থ্য অধিদফতর সূত্র বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে আগের দিনের মতোই ২৪৮টি আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও অ্যান্টিজেন ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এদিন সারাদেশে নমুনা সংগ্রহ করা হয় ২৯ হাজার ২৯৮টি। আগের দিনের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৯ হাজার ৩৭৬টি। তবে আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৬ হাজারের কিছু বেশি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা পেরিয়ে গেছে ৫০ লাখ। এ সংখ্যা বর্তমানে ৫০ লাখ ২ হাজার ৮৬৫।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে ৫ হাজার ৮১৯টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন এর পরিমাণ ছিল ৫ হাজার ৩৪৩। গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণসহ এ নিয়ে দেশে ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯ দশমিক ৮১ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

বিজ্ঞাপন

বেড়েছে সুস্থতার সংখ্যাও

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরিমাণও আগের দিনের চেয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২১২ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৩ হাজার ৮৩৭ জন। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে প্রায় ৩৭৫ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন ৫ লাখ ৭৬ হাজার ৫৯০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ২০ শতাংশ। করোনা সংক্রমণ শনাক্তের পরিমাণ বাড়তে থাকায় শনাক্তের বিপরীতে সুস্থতার হার কমছে।

মৃত্যু বেড়েছে ২৪ ঘণ্টায়

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন রেকর্ড ৭৮ জন। তাদের ৭৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও একজন বাড়িতে মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে দেশে মোট ৯ হাজার ৬৬১ জনের মৃত্যু হলো। মৃত্যুর হার আগের মতোই আছে ১ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৭৮ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৫৩ জন, ২৫ জন নারী। এই ৭৮ জনের মধ্যে ৪৮ জন ষাটোর্ধ্ব, ১৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর। এছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী সাত জন ও ৩১ থেকে ৪০ বছর বয়সী ছয় জন মারা গেছেন এই সময়ে। এছাড়া ১০ বছরের কম বয়সী একটি শিশুরও মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।

মৃত এই ৭৮ জনের ৪৭ জনই ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ২০ জন, চার জন করে মারা গেছেন রাজশাহী ও খুলনা বিভাগে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দুই জন ও রংপুর বিভাগের একজন মারা গেছেন করোনা সংক্রমণ নিয়ে।

ভ্যাকসিনের তথ্য

স্বাস্থ্য অধিদফতর সূত্র বলছে, রোববার দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন মোট ৭০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২১ হাজার ১১২ জন। আর গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ১৯ হাজার ৯৪৩ জন। এ নিয়ে প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৫৬ লাখ ৩ হাজার ৪৫০ জন। আর গত ২৪ ঘণ্টায় দ্বিতয়ি ডোজের ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৭০৩ জন।

সারাবাংলা/এসবি/টিআর

করোনা সংক্রমণ করোনায় মৃত্যু স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর