Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ. কোরিয়ায় অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন চালু রাখার সিদ্ধান্ত


১১ এপ্রিল ২০২১ ২০:১০

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন ব্যাপক হারে প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। এর আগে বুধবার দেশটি পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কায় এ ভ্যাকসিন প্রয়োগ সাময়িক স্থগিত করেছিল। তবে এর চার দিন পরই, অর্থাৎ রোববার (১১ এপ্রিল) দেশজুড়ে আবারও এ ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নেয় সিউল।

রোববার কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, এ ভ্যাকসিনের প্রতিক্রিয়ায় ক্ষতিকারক দিকের চেয়ে উপকারিতা বহুগুণ বেশি। তাই সোমবার থেকে দেশজুড়ে ব্যাপক হারে ভ্যাকসিন কার্যক্রম চালু হতে যাচ্ছে। একই বিবৃতিতে জানানো হয়, ৩০ বছরের কম বয়েসিদের শরীরে এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে না।

এর আগে দক্ষিণ কোরিয়ায় তিন জনের শরীরের রক্ত জমাট বাঁধার জটিলতা তৈরি হয়েছিল। ওই তিন জনের মধ্যে অন্তত একজনের এ জটিলতার সঙ্গে ভ্যাকসিনের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অধিকতর পরীক্ষা-নিরীক্ষার পর জানায়, ইউরোপে রোগীর শরীরের রক্ত জমাট বাঁধার ঝুঁকি যতটুকু দক্ষিণ কোরিয়ার ধরন ততটা ঝুঁকিপূর্ণ নয়।

গত মার্চে পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কায় পূর্বসতর্কতার অংশ হিসেবে নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, ইতালিসহ ইউরোপের কয়েকটি দেশ ভ্যাকসিনটি প্রয়োগ স্থগিত করে। তবে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) এ ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকির চেয়ে নিরাপত্তা সুবিধা বেশি উল্লেখ করে ভ্যাকসিন প্রয়োগ জারি রাখার আহ্বান জানায়। পরে ইউরোপের দেশগুলোতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ফের প্রয়োগ শুরু হয়।


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর