Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণকে জিম্মি করছে ব্যবসায়ী সিন্ডিকেট: সুজন

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২১ ২১:৪২

চট্টগ্রাম ব্যুরো: করোনার ব্যাপক সংক্রমণ পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউন ও রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ী সিন্ডিকেট নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণকে জিম্মি করে ফেলেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

রোববার (১১ এপ্রিল) নগরীর উত্তর কাট্টলীতে নিজ বাসভবনে নাগরিক উদ্যোগ নামে একটি সংগঠনের সভায় খোরশেদ আলম সুজন একথা বলেন।

নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুজন বলেন, ‘লকডাউন ও রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ী সিন্ডিকেট পুরনো খেলায় মেতে উঠেছে। জনগণকে জিম্মি করে তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। আমি জনসাধারণবে বলব, আপনারা প্রয়োজনের বাইরে পণ্য কিনবেন না। সৎ ব্যবসায়ী ভাইদের বলব, আপনারা নিজেরাই অযৌক্তিক দাম বাড়ানোর বিরুদ্ধে সোচ্চার হোন।’

রমজানে মার্কেট-শপিংমলে অযথা ভিড় না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মার্কেট-শপিংমলে এখনই ঈদের কেনাকাটার জন্য লোকজন ভিড় করছেন। উপচে পড়া ভিড় তৈরি হচ্ছে। বেশিরভাগ ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি না মেনেই কেনাকাটা চালিয়ে যাচ্ছে। নগরবাসীর কাছে বিনীত অনুরোধ, শপিংয়ের নামে এমন পরিস্থিতি তৈরি করবেন না, যাতে ভবিষ্যতে কাফনের কাপড়ের সংকট হয়।’

নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী মো. হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আব্দুর রহমান মিয়া, মোরশেদ আলম, মো. শাহজাহান, শিশির কান্তি বল, অনির্বান দাশ বাবু, সমীর মহাজন লিটন, মো. জাহাঙ্গীর, মো. আলাউদ্দিন, মো. ওয়াসিম, মাহফুজ চৌধুরী, আশ্রাফ উদ্দিন হাসনাত, মো. জোবায়ের।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

খোরশেদ আলম সুজন চসিক সাবেক প্রশাসক

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর