Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়রা নির্বাচন: ৩ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২১ ২২:২৬

ঢাকা: জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) আসন্ন নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় তিন জনের নাম অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করেছেন আদালত।

রোববার (১১ এপ্রিল) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রুহুল আমীন স্বপন ও জয়নাল আবেদীনসহ তিনজনের করা পৃথক দুটি রিট আবেদনের শুনানি নিয়ে আদালত তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করতে নির্দেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আখতার ইমাম, রাশনা ইমাম। বায়রার পক্ষে ছিলেন আইনজীবী আবু তালেব।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন বায়রার পক্ষে ছিলেন আইনজীবী আবু তালেব।

তিনি জানান, বায়রার তিন জন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করেছেন আদালত।

এদিকে, আরও ১০ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে আরও একটি রিট আবেদন করা হয়েছে।

এ বিষয়ে আইনজীবী রাশনা ইমাম জানান, চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া আরও ১০ জনকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করতে পৃথক একটি রিট আবেদন করা হয়েছে। ওই রিট আবেদনের ওপর আগামীকাল (১২ এপ্রিল) শুনানি হতে পারে।

আগামী ২২ মে বায়রা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে সোমবার (১২ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচন উপলক্ষে গত ৬ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী ৭৬৩ জনকে ভোটার করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এমআই

হাইকোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর