Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য মন্ত্রণালয়ে কন্ট্রোল সেল চালু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২১ ১৭:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি এবং পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপণ্য উৎপাদন, আমদানি, পরিবহন ও বিপণন বিষয়ে সেবা দিতে কন্ট্রোল সেল চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপণ্য উৎপাদন, আমদানি, পরিবহন ও বিপণনে কোনো সমস্যা হলে সহযোগিতার জন্য ০১৭১২১৬৮৯১৭, ০১৭৩৮১৯৫১০৬, ০১৭৫৬১৭৩৫৬০ নম্বরে ফোন করে সহযোগিতা পাওয়া যাবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বুধবার (১৪ এপ্রিল) থেকে সাতদিনের বিশেষ বিধিনিষেধ শুরু হচ্ছে। এই সময়ে অফিস আদালত, গণপরিবহন বন্ধ রাখা হচ্ছে। তবে শর্তসাপেক্ষে ছয় ঘণ্টার জন্য খোলা থাকছে নিত্যপ্রয়োজনী দ্রব্যের দোকানপাট। এদিকে চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে পবিত্র রমজান শুরু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এসএসএ

কন্ট্রোল সেল বাণিজ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর