Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জয়ী হওয়ার আহ্বান কাদেরের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ১৪:৪০

ফাইল ছবি

ঢাকা: দেশের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মহামারি করোনা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও জয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সময়ের সাহসী কাণ্ডারী শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই করোনার বিরুদ্ধে, বিজয়ী হই বৈশাখী চেতনার শত্রু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।

ওবায়দুল কাদের বুধবার (১৪ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, ‘করোনা কবলিত বাংলাদেশে আবার এসেছে বাঙালির উৎসবের সবচেয়ে প্রাণবন্ত দিন পহেলা বৈশাখ। এবারকার বৈশাখ এসেছে প্রাণহীন এক বৈরী পরিবেশে, জীবনের এক নিষ্ঠুর বাতাবরণে।’

চিরচেনা পহেলা বৈশাখকে আজ চেনাই যায় না বলে অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, ‘এই দিনের সব রূপ-রস-গন্ধ হারিয়ে গেছে। হারিয়ে গেছে হাসি-আনন্দের চিরচেনা বাঁশির সুর। সার্বজনীন বৈশাখী আবেগ-উচ্ছ্বাস হারিয়ে গেছে মহামারি করোনার আতঙ্কের অন্ধকারে।’ তবুও নতুন আশার মালা গেঁথে বাঙালির বেঁচে থাকার নিরন্তর লড়াই চলছে বলে উল্লেখ করেন তিনি।

অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত ও পরাজিত করতে হবে প্রাণঘাতী করোনাকে।’

সারাবাংলা/এনআর/পিটিএম

ওবায়দুল কাদের করোনা জয়ী সাম্প্রদায়িকতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর