Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনারগাঁওয়ে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ১৭:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ: সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর পল্লীবিদ্যুৎ পাওয়ার স্টেশন এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ এপ্রিল) ভো‌রে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, হবিগঞ্জের বেকিটেক আশারা গ্রামের মৃত ছোরত আলীর ছেলে ছায়েদ মিয়া (৩০) ও একই এলাকার মৃত করম আলীর ছেলে রহমত আলী (৩৭)।

ওসি মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে চড়ে ছায়েদ মিয়া ও রহমত আলী কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। সাদিপুর এলাকার পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশনের সামনে উল্টো পথে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে পরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ক্লিনিকে ভর্তি করলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। তিই জানান,

বিজ্ঞাপন

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর