বাঘের আক্রমণে মৌয়াল নিহত
১৪ এপ্রিল ২০২১ ১৭:৩৫
সাতক্ষীরা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে যেয়ে হাবিবুর রহমান (২৭) নামে এক মৌয়াল বাঘের আক্রমণে নিহত হয়েছেন। বুধবার (১৪ এপ্রিল) সকালে হোগলডাঙা এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে তিনি বাঘের কবলে পড়েন। বেলা সাড়ে বারটার দিকে স্থানীয়রা বনবিভাগের সহায়তায় সুন্দরবনের মধ্যে প্রবেশ করে মরদেহ নিয়ে এলাকায় ফিরে আসে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত হাবিবুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মীরগাং গ্রামের আজিজ মোল্যার ছেলে।
রমজাননগর ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে এপ্রিলের শুরুতে সহযোগীদের নিয়ে উপজেলার মীরগাহ্ গ্রামের হাবিবুর রহমান সুন্দরবনে প্রবেশ করেন। বুধবার সকালে আকস্মিকভাবে বাঘ তার উপর হামলে পড়ে এবং তাকে নিয়ে বনের গভীরে চলে যায়। এক পর্যায়ে সহযোগী মৌয়ালদের মাধ্যমে হাবিবুরকে বাঘে নিয়ে যাওয়ার খবরে স্থানীয়রা সুন্দরবনে ঢুকে তার মরদেহ উদ্ধার করে।
সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, বৈধ পাশ থাকলে তাদেরকে ক্ষতিপুরণ দেওয়া হবে।
সারাবাংলা/এসএসএ