Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সফল ইরান


১৬ এপ্রিল ২০২১ ১৯:০২

নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে সফলভাবে ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে ইরান। ইরানের শীর্ষ পর্যায়ের নেতারা শুক্রবার জানিয়েছেন, ৬০ মাত্রার ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সম্পন্ন হয়েছে।

শুক্রবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ প্রথম এ খবর জানান। এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, রাত ১২ টা ৪০ মিনিটে ইরানের বিজ্ঞানীরা ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সফল হয়েছেন’।

বিজ্ঞাপন

পরে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বিজ্ঞানীদের এ সফলতার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘৬০ মাত্রার ইউরেনিয়াম ঘণ্টায় ৯ গ্রাম উৎপাদন করছি। কিন্তু আমাদের আরও কাজ করতে হবে, প্রতি ঘণ্টায় ইউরেনিয়ামের পরিমাণ ৫ গ্রামে কমিয়ে আনতে হবে’। এ সফলতাকে ইরানের শত্রুদের প্রতি মোক্ষম জবাব বলে আখ্যায়িত করেন তিনি।

উল্লেখ্য, যে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে সেখানে গত রোববার ইসরাইলি নাশকতার অভিযোগ এনেছিল তেহরান।

ইরান এতদিন ২০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করত। এবার ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অর্থ হলো—পারমানবিক অস্ত্র তৈরির দিকেই যাচ্ছে দেশটি। পারমানবিক অস্ত্র তৈরিতে ৯০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রয়োজন হয়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে, ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি পার্লামেন্টে দেওয়া এক ভাষণে শীঘ্রই ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেন। তার ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন, আমরা পরমাণু অস্ত্র বানানোর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছি না, যদি আমরা অস্ত্র বানাতে চাই তবে কেউ আমাদের রুখতেও পারবে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না: নেতানিয়াহু

এবার ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘোষণা দিলো ইরান

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর