ঢাকা: রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে পড়ে এক করোনা রোগী ‘আত্মহত্যা’ করেছেন বলে পুলিশ জানায়। নিহতের নাম হাসিব ইকবাল (৫০)।
শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
ওসি জানান, হাসিব ইকবাল হাসপাতালের ১১ তলায় করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি ১১তলা থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত ঘটনা জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।