Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিয়ান সম্মেলনে যোগ দেবেন মিয়ানমারের জান্তা প্রধান


১৭ এপ্রিল ২০২১ ১৪:৪৭

সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং | ইন্টারনেট

মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন আং হ্লাইং দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের আসন্ন সম্মেলনে যোগ দেবেন। আগামী ২৪ এপ্রিল ইন্দোনেশিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শনিবার এ তথ্য জানিয়েছেন। সামরিক অভ্যুত্থানের পর এটি হতে যাচ্ছে মিয়ানমারের জান্তা প্রধানের প্রথম বিদেশ সফর।  খবর রয়টার্সের।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতার দখল নেয় দেশটির সেনাবাহিনী। এ অভ্যুত্থানের নেতা জেনারেল মিন আং হ্লাইং। এর পর থেকেই সামরিক সরকারের বিরুদ্ধে মিয়ানমারজুড়ে গণবিক্ষোভ চলছে। সামরিক জান্তার দমন পীড়নে দেশটিতে এ পর্যন্ত সাতশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মিয়ানমারের জান্তা সরকারের নিন্দা করছে পশ্চিমা বিশ্ব। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো জান্তা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলো থেকে জান্তা সরকারের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া এখনও লক্ষ্য করা যায়নি।

তবে মিয়ানমারের প্রতিবেশীরা দেশটিতে সামরিক সরকার ও গণতন্ত্রপন্থীদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করছে। এর অংশ হিসেবে আসিয়ানের আগামী সম্মেলনে মিয়ানমারের জান্তা সরকারের প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও মিয়ানমারের কোনো শীর্ষ কর্মকর্তা এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

এদিকে শনিবারে জান্তা সরকারের সারাদেশে ২৩ হাজার ১৮৪ জন বন্দীকে মুক্ত করে দিয়েছে। এটিকে নতুন বছরের গণ দায়মুক্তি উপহার হিসেবে আখ্যায়িত করেছে সামরিক সরকার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

পাকিস্তানে শাকিব খানের ছবি
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৮

সালমান খানের আফসোস
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৩

সম্পর্কিত খবর