Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশেই রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন উৎপাদনের আলাপ চলছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২১ ১৭:৩৯

আব্দুল মোমেন, ছবি: সারবাংলা

ঢাকা: দেশীয় ওষুধ কোম্পানির মাধ্যমে নিজেদের উদ্ভাবিত করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ উৎপাদনের জন্য প্রস্তাব দিয়েছে রাশিয়া। এই বিষয়ে ঢাকা-মস্কো আলাপ চলছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার (২০ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে আবদুল মোমেন বলেন, ‘আমরা যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনে একমত হয়েছি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছে। আলোচনা ইতিবাচক হবে বলে আমি আশাবাদী।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রাশিয়া তাদের উৎপাদিত ভ্যাকসিনের টেকনোলজি এবং প্রযুক্তি আমাদেরকে দিবে। আমাদের ওষুধশিল্প প্রতিষ্ঠানগুলো দেশেই এই ভ্যাকসিন উৎপাদন করবে। এতে করোনা সংক্রমণ প্রতিরোধ সহজ হবে।’

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন এখন নাগরিকদের মধ্যে প্রয়োগ করা হচ্ছে। তবে ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে প্রতি মাসে যে পরিমাণ ভ্যাকসিন সরবরাহ করার কথা তা গত দুইমাস ধরে পাওয়া যাচ্ছে না। তাই ভ্যাকসিনের নতুন উৎসের সন্ধান করা হচ্ছে।

সারাবাংলা/জেআইএল/এনএস

দেশেই উৎপাদনের আলোচনা পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি

বিজ্ঞাপন

সাগরে লঘুচাপ, কমছে তাপমাত্রা
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩

ঢামেকে অভিযানে ২১ দালাল আটক
২৫ নভেম্বর ২০২৪ ১৩:২০

আরো

সম্পর্কিত খবর