Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলবায়ু সংকট মোকাবিলায় বাইডেনের ‘উচ্চাকাঙ্ক্ষী’ লক্ষ্যমাত্রা


২২ এপ্রিল ২০২১ ১৯:৫১

২০৩০ সাল নাগাদ ৫২ শতাংশ পর্যন্ত কার্বন নিঃসরণ হ্রাস করবে আমেরিকা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিশ্বের গুরুত্বপূর্ণ ৪০ নেতার সঙ্গে জলবায়ু বিষয়ক বৈঠকে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কার্বন নিঃসরণের এ লক্ষ্যমাত্রাকে উচ্চাকাঙ্ক্ষী বলে অভিহিত করেছে দেশটি।

বৃহস্পতিবার ও শুক্রবার (২২ ও ২৩ এপ্রিল) দুই দিনব্যাপী ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ গুরুত্বপূর্ণ কিছু দেশ ও আন্তর্জাতিক সংগঠনের নেতৃবৃন্দ। অন্যান্য দেশের নেতারাও তাদের কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা ঘোষণা করছেন এ সম্মেলনে।

বিজ্ঞাপন

সম্মেলনের উদ্বোধনী ভাষণে বাইডেন সবুজ অর্থনীতি বিষয়ে তার লক্ষ্য তুলে ধরেন। এ পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনের সংকটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, একটি জাতি হিসেবে আমরা সেদিকেই যাচ্ছি। এবং আমরা যদি কাজ করি তাহলে আমরা এমন একটি অর্থনীতি তৈরি করতে পারব যেটি শুধু সমৃদ্ধই নয়— গোটা গ্রহের জন্য স্বাস্থ্যবান, স্বচ্ছ ও পরিচ্ছন্ন হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু মোকাবিলার লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে নেতৃত্বের জায়গা থেকে সরিয়ে নিয়েছিলেন। তবে জো বাইডেন ক্ষমতা গ্রহণের পরই যুক্তরাষ্ট্র জলবায়ু সংকট মোকাবিলায় নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রেসিডেন্ট বাইডেন এমন সম্মেলনের ডাক দিয়েছেন।

আমন্ত্রিত নেতাদের তালিকা
হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে আমন্ত্রিত ৪০ নেতার তালিকা প্রকাশ করা হয়েছে। তারা হলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অ্যান্টিগা ও বার্বুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরেং, ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, চিলির প্রেসিডেন্ট সেবাস্টাইন পিনেরা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কলম্বিয়ার প্রেসিডেন্ট ডুকে মারকুয়েজ, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন, ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েন, ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিচেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গ ওনডিমবা।

বিজ্ঞাপন

আমন্ত্রিতদের মধ্যে আরও রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনইয়াহু, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রো হলনেস, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিদে সুগা, কেনিয়ার প্রেসিডেন্ট হুরু কেনইয়াত্তা, মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ডেভিড কাবুয়া, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস লোপেজ অব্রাদর, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি, নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবেরগ, পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রজেয দুদা, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই-ইন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সেইন লঙ্গ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাফোসা, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ভিয়েতনামের প্রেসিডেন্ট এনগুয়েন ফু ট্রঙ্গ।

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর