Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্র্যাকের বুথে অ্যান্টিজেন টেস্ট শুরু হচ্ছে শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২১ ২২:৪৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ২২:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্তে প্রয়োজনীয় নমুনা পরীক্ষা বাড়ানোর লক্ষ্য নিয়ে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রমের আওতা বাড়াচ্ছে স্বাস্থ্য অধিদফতর। তাদের সার্বিক তত্ত্বাবধানে এবার এই টেস্ট শুরু হতে যাচ্ছে ব্র্যাকের বুথে।

শনিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মগবাজারের মধুবাগে আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। শুক্রবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্র্যাকের বুথে অ্যান্টিজেন টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে। প্রতিটি বুথে প্রতিদিন ১৫০টি করে নমুনা পরীক্ষা করা যাবে।

বিজ্ঞাপন

ব্র্যাক জানিয়েছে, শনিবার থেকে ঢাকার ১৫টি ও চট্টগ্রামের একটি মিলিয়ে মোট ১৬টি বুঝে অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। পর্যায়ক্রমে ঢাকায় ৩২টি ও চট্টগ্রামে চারটি বুথের মাধ্যমে এই পরীক্ষা করানোর পরিকল্পা রয়েছে।

ব্র্যাকের বুথে অ্যান্টিজেন টেস্ট করাতে চাইলে করণীয়

জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো কোভিড-১৯ উপসর্গ আছে— এমন ব্যক্তি চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্র্যাকের বুথে অ্যান্টিজেন টেস্টের জন্য নমুনা জমা দিতে পারবেন। এছাড়া কোনো ব্যক্তি কোভিড-১৯-এ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে থাকলে তিনিও চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিজেন টেস্ট করতে পারবেন।

এক্ষেত্রে ব্র্যাকের নমুনা পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটে (coronatest.brac.net) আবেদন করতে হবে। অনলাইনে ফরম পূরণের পর ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর ‘বিল পে’ অপশনের মাধ্যমে সরকার নির্ধারিত ১০০ টাকা ফি পরিশোধ করতে হবে।

অনলাইনে আবেদনের পরে বুথে উপস্থিত হলে সেখানে থাকা ব্র্যাকের কর্মীরা রোগীর লক্ষণ ও রোগের ইতিহাস জেনে কোন পদ্ধতিতে (অ্যান্টিজেন পদ্ধতি অথবা আরটি-পিসিআর) করোনা পরীক্ষা করা হবে, তা  নির্ধারণ করবেন। এ ক্ষেত্রে উপসর্গ থাকলে অ্যান্টিজেন পরীক্ষা করা হবে এবং ফল পজিটিভ হলে ৩০ মিনিটের মধ্যে জানিয়ে দেওয়া হবে। এই ফল পরবর্তী তিন থেকে চার ঘণ্টার মধ্যে ওয়েবসাইটেও আপলোড করা হবে। তবে উপসর্গ থাকা সত্ত্বেও অ্যান্টিজেন টেস্টে কেউ নেগেটিভ এলে তার নমুনাটি আরটি-পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করা হবে। এক্ষেত্রে নতুন করে নমুনা নিতে হবে না।

এর আগে, গত বছরের জানুয়ারি মাস থেকে দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের পরীক্ষা শুরু হয়েছে। শুরু থেকেই আরটি-পিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষা চলছে। তবে এই পদ্ধতিতে ফল পেতে ২৪ থেকে ৭২ ঘণ্টা, কখনো কখনো তারও বেশি সময় লেগে যায়। নমুনা পরীক্ষার ফল দ্রুত পেতে পরবর্তী সময়ে অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দেওয়া হয়। এই পদ্ধতিতে ৩০ মিনিটের মধ্যেই নমুনা পরীক্ষার ফল জানা যায়।

সারাবাংলা/এসবি/টিআর

অ্যান্টিজেন টেস্ট টপ নিউজ নমুনা পরীক্ষা ব্রাকের বুথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর