Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইল না পাওয়ায় দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২১ ১১:১৯

পটুয়াখালী: জেলার গলাচিপা উপজেলায় মোবাইল ফোন না পেয়ে মশিউর রহমান রনি (১৬) নামের এক ছাত্র আত্মহত্যা করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের কলেজ পাড়ায় এ ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত রনি পৌর এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন খানের ছেলে। সে গলাচিপা সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র ছিল।

বিজ্ঞাপন

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রনির বাবা জাকির খান রাঙ্গামাটি একটি দোকানের কর্মচারী। সে টিকটক ভিডিওর সঙ্গে জড়িত। বেশ কিছু দিন ধরে দাদা মোতালেব খানের কাছে একটি অ্যান্ড্রয়েড ফোনের আবদার করে আসছিল। আর্থিক অসামর্থের কারণে দাদা মোতালেব খান তার আবদার পূরণ করতে না পারলে রাগে-ক্ষোভে আত্মহত্যা করে রনি।

এ বিষয়ে গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার হোসেন জানান, রনির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএস

দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা মোবাইল ফোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর