Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুয়েটে ভর্তির আবেদনের সময় বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২১ ০১:৩৮

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির আবেদনের সময়সীমা আগামী ৩ মে বিকেল ৩ টা পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) বুয়েটের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এদিনই প্রতিষ্ঠানটিতে ভর্তি আবেদন শেষ হওয়ার কথা ছিল।

এর আগে গেল ১৫ এপ্রিল থেকে শুরু হয় দেশের প্রধান এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আবেদন। বুয়েটে এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে পরীক্ষা হবে ৩১ মে ও ১ জুন। এদের ভেতের থেকে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নাম ৫ জুন প্রকাশ করা হবে। এরা ১০ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশ নেবে। এদের থেকেই বাছাই করে নেওয়া হবে শিক্ষার্থীদের।

বিজ্ঞাপন

এ বছর এইচএসসি পরীক্ষা না হওয়ার কারণেই পরীক্ষা পদ্ধতিতে এই পরিবর্তন আনা হয়েছে। এজন্য আগে তাদের পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ণয় করা হবে, এরপর নেওয়া হবে মূল পরীক্ষা। প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাচ্ছে, কোনোভাবেই যেন যোগ্য শিক্ষার্থীরা ভর্তি যুদ্ধে বাদ না পড়ে।

উল্লেখ্য, বুয়েটে এবছর মোট ১ হাজার ২১৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

সারাবাংলা/টিএস/পিটিএম

আবেদন বুয়েট ভর্তি সময়

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর