Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাচ-বাংলা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২৬ এপ্রিল ২০২১ ২১:৩২

শেয়ারহোল্ডারদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিতিতে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ২০২০ সালের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড (১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড) প্রদানের অনুমোদন দেন।

ডাচ-বাংলা ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান তার সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারদের শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

বার্ষিক সাধারণ সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উত্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের ২০২০ সালের কার্যক্রম নিয়ে তাদের অভিমত তুলে ধরেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।

সভায় জানানো হয়, ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭২,৩৫৫.৪ মিলিয়ন টাকায়, আগের বছর ছিল ৩৯০,৩৬২ মিলিয়ন টাকা। সে হিসেবে প্রবৃদ্ধির পরিমাণ ৮২ মিলিয়ন টাকা বা ২১ শতাংশ। ২০২০ সালে ব্যাংকের দেওয়া ঋণের পরিমাণ ছিল ২৭৩,৩৮২.৯ মিলিয়ন টাকা, যা আগের বছর ছিল ২৫৬,২৩৯.৭ মিলিয়ন টাকা। এই খাতের প্রবৃদ্ধি হার দাঁড়ায় ৬.৭ শতাংশ। ২০২০ সালে ব্যাংকের ডিপোজিট ৬০,৪৫১.৮ মিলিয়ন টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৬২,৬১১.০ মিলিয়ন টাকায়, যা আগের বছরে ছিল ৩০২,১৫৯.২ মিলিয়ন টাকা। এ খাতে প্রবৃদ্ধির হার ২০.০ শতাংশ।

সভায় আরও জানানো হয়, ব্যাংক ২০২০ সালে ট্যাক্স পূর্ববর্তী নিট মুনাফা অর্জন করে ৯,৬৬০.৮ মিলিয়ন টাকা, যা আগের বছরে ছিল ৭,৪৩৬.৩ মিলিয়ন টাকা এবং ব্যাংকের ট্যাক্স পরবর্তী নিট মুনাফা ছিল ৫,৪৯৮.৭ মিলিয়ন টাকা, যা আগের বছরে ছিল ৪,৩৪১.৪ মিলিয়ন টাকা। চলতি বছরে শেয়ারহোল্ডারদের ১০ টাকার শেয়ার প্রতি আয় হয়েছে ৭.৮৯ টাকা। ব্যাসেল থ্রি অনুযায়ী ২০২০ সালের শেষে ব্যাংকের মূলধন ও ঝুঁকিভর সম্পদের অনুপাত দাঁড়িয়েছে ১৭.২ শতাংশ, যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১২.৫০ থাকা বাঞ্ছনীয়।

বিজ্ঞাপন

সভা ব্যাংকের পরিচালক হিসেবে আবেদুর রশীদ খানের পুনঃনিয়োগ অনুমোদন করা হয়েছে। সভা ২০২০ সালের জন্য কোম্পানির নিরীক্ষক হিসেবে মেসার্স হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস ও করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক হিসেবে মেসার্স এ. কাসেম অ্যান্ড কোং-এর নিয়োগ অনুমোদন করে।

সারাবাংলা/টিআর

২৫তম এজিএম ডাচ-বাংলা ব্যাংক বার্ষিক সাধারণ সভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর