Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে সেনা অভিযানে ৬ লাখ টাকার কাঠ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২১ ১৫:২৩

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আবারও অভিযান চালিয়ে প্রায় ১২০০ সিএফটি অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোর রাতে সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা গুইমারা উপজেলার সিন্দুকছড়ি, বড়পিলাক ৫ নাম্বার, পশ্চিম বড়পিলাক ও বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ কাঠ জব্দ করে। যার আনুমানিক বাজার
মূল্য অন্তত ৬ লাখ টাকা।

জব্দকৃত কাঠ জালিয়াপাড়া বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বন আইনে মামলা করা হয়েছে বলে জানান বন কর্মকর্তা মো. আনোয়ার হাসেন।

বনাঞ্চল রক্ষায় সেনা অভিযান অব্যহত থাকবে জানিয়ে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক বলেন, অবৈধ কাঠ পাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, এর আগে গত ২৫ এপ্রিল মাটিরাঙ্গার চারটি কাঠের ডিপোতে অভিযান চালিয়ে ৪৬৩৫ সিএফটি অবৈধ কাঠ জব্ধ করে সেনাবাহিনী।

সারাবাংলা/এএম

অবৈধ কাঠ কাঠ খাগড়াছড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর