।।ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
রাজশাহী : গলায় সার্টিফিকেট ঝুলিয়ে ও হাতে ঝাড়ু নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা র্যালি করে কোটা সংস্কারের দাবি জানিয়েছে। এসময় তারা রাস্তা ঝাড়ু দেয়।
রোববার (২৫ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাবাস বাংলা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে কোটা সংস্কার আন্দোলন কমিটির রাবি শাখার আহ্বায়ক মাসুদ মুন্নাফসহ অনেকে বক্তব্য দেন। তারা জানান, কোটা অবশ্যই থাকবে। তবে কোটার কারণে যেন মেধাবীরা বঞ্চিত না হয়। মেধাবীরা তাদের মেধা বিকাশের সুযোগ শুধু কোটার কারণে বঞ্চিত হবে এটা কখনই জাতি আশা করে না।
এ কর্মসূচি থেকে আগামী ২৯ মার্চ দেশব্যাপী বিশ্ববিদ্যালয়, কলেজ, বিভাগ ও জেলা পর্যায়ে নাগরিক সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
সারাবাংলা/টিএম