Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়া যাবে জুন পর্যন্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২১ ১৮:০১

ঢাকা: তফসিলি ব্যাংকগুলোর ২০২০ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান ওই সার্কুলারে সই করেছেন।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ ব্যাংক ওই আইনের ৪০ ধারার বিধানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়ে তফসিলি ব্যাংকগুলোর ২০২০ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন দাখিলের সময়সীমা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হলো।

এর আগে, করোনাভাইরাসের কারণে ২০১৯ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার জন্যও ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, হিসাব বছর শেষ হওয়ার পরবর্তী দুই মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে আর্থিক নিরীক্ষা প্রতিবেদন জমা দিতে হয়। বিশেষ কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে না পারলে অতিরিক্ত সর্বোচ্চ দুই মাস সময় দেওয়ার বিধান রয়েছে।

সারাবাংলা/জিএস/টিআর

নিরীক্ষা প্রতিবেদন বার্ষিক প্রতিবেদন বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

৯ দিন পর খুলল আদালত
৬ এপ্রিল ২০২৫ ১০:০৬

আজও ঢাকামুখী মানুষের ঢল
৬ এপ্রিল ২০২৫ ০৯:৫৬

আরো

সম্পর্কিত খবর