Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মে থেকে ২৫০০ করে টাকা পাবে ৩৫ লাখ পরিবার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২১ ১৮:২০

ঢাকা: করোনা পরিস্থিতির কারণে সাময়িক অসুবিধা লাঘবের জন্য ২ মে থেকে ৩৫ লাখ নিম্ন আয়ের লোকের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে গত বছরের মতো এবারও ৩৫ লাখ দিনমজুর, কৃষক, শ্রমিক, গৃহকর্মী, পরিবহন শ্রমিক ইত্যাদি পেশার নিম্ন আয়ের পরিবারকে এই সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌ‌হিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গত বছরের ন্যায় এবারও প্রত্যেক পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই টাকা সরাসরি উপকারভোগীর মোবাইল অ্যাকাউন্টে চলে যাবে। আগামী ২ মে থেকে এই টাকা দেওয়া হবে।

সারাবাংলা/জিএস/পিটিএম

২৫০০ টাকা ৩৫ হাজার পরিবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর